Home » মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ।

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
224 ভিউস

মেহেরপুর চিত্র
১২/০২/২৪

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে । মেহেরপুর সদর থানার সূত্রে জানা যায় গতকাল বেলা ১১ টার সময় রাজনগর থেকে মেহেরপুরে যাওয়ার সময় আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে অপুর দিক থেকে আশা মোটরসাইকেলের এসে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে তিনি নিহত হন। এলাকার সূত্রে জানা যায়
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন এর রাজনগর মোল্লাপাড়ার মৃত আরশেদ আলীর ছেলে হরমত আলী (৪০) এই মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন