Home » মেহেরপুর কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
529 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
১৪/০১/২৩
মেহেরপুরে কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কোলা গ্রামে কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের ক্লাব প্রঙ্গণে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা আঃ রাজ্জাক কামাল, আমঝুপি ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হক, শিমুল হাসান শিবলি, ইউপি সদস্য ছালমা খাতুন, মোঃ আব্দুল জাব্বার। এছাড়াও এসময় সংগঠনের সভাপতি কাজী সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, প্রচার সম্পাদক সাঈদ খান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাঈম শেখ, অর্থ সম্পাদক লিমন আলী, সদস্য-মহাবুল, মোস্তফা কামাল, সাব্বির, শাহেদ হাসান, মুহিত, রজব আলী, নাহিদ, শিহাব,হাসিবুল,তামিম, রাব্বি, রায়হান ও রিশাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে এলাকার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন