Home » মেহেরপুর উপজেলা পরিষদে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ শুভ উদ্বোধন

মেহেরপুর উপজেলা পরিষদে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ শুভ উদ্বোধন

কর্তৃক Md. Sohel Rana
609 ভিউস

মেহেরপুর সদর উপজেলা পরিষদে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ শুভ উদ্বোধন, আলোচনাসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী নিয়ে অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯নভেম্বর-২২) সকালের সময় সদর উপজেলা পরিষদ চত্বরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত ১দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা (বিজ্ঞান মেলা) অনুষ্ঠিত হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন- অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্মানিত অতিথি ছিলেন- ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলাপ্রশাসক, মেহেরপুর। বিশেষ অতিথি ছিলেন- মোঃ ইয়ারুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর মেহেরপুর। সভাপতিত্ব করেন- আব্দুল্লাহ-হেল বাকী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মেহেরপুর সদর, মেহেরপুর। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৩ টি স্টল স্থান পেয়েছে। পরে অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন। মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলাতে জেলা সদরের বিভিন্ন উদ্ভাবনী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্ভাবনীমূলক মেলাতে এসে শিক্ষার্থীরা খুব আনন্দ উপভোগ করছে এবং তাদের উদ্ভাবনীগুলো অন্যদের মাঝে প্রকাশ করতে পেরে তারা খুবই নিজেদের ধন্য মনে করছে।
শিক্ষার্থীদের সাথে জানতে পারি, তাদের অব্যক্ত কথাগুলো তারা বলে- এই ধরনের মেলাতে সকল শিক্ষার্থীকে আসা উচিৎ ও অন্যদেরকেও আসতে উৎসাহীত করুন। এতে বিজ্ঞান সম্পর্কে জানা যাবে এবং জানার আগ্রহ বৃদ্ধি পাবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন