Home » মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও ফেন্ড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন।

মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও ফেন্ড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
579 ভিউস

মেহেরপুর চিত্র
০১/০৭/২৩
মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ২০০১ এস এস সি ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ফেন্ড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সাড়ে ৯ টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা ও আনন্দ রেলিটি বাদকের তালে তালে আমঝুপি বাজারের প্রধান সড়ক পদক্ষেণ করে একই স্থানে যেয়ে শেষ হয় ‌‌‌। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় ‌। অনুষ্ঠানের সভাপতিত্বে করে ২০০১ ব্যাচের ছাত্র আরিফুর রহমান (আরিফ)৷ স্বাগত বক্তব্য রাখেন ২০০১ এ সএসসি ব্যাচের ছাত্র ফাইম ফয়সাল, প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক মাস্টার, অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মাবুদ ,শফিকুল ইসলাম (শফি), আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ, সহকারী শিক্ষক আনারুল ইসলাম,
অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়ন কমিটি যারা ছিলেন ,, শাহেনশা বাদশা (মিন্ট), জাহাঙ্গীর হোসেন মহন, আকরাম রেজা খালেদ, মফিজুর রহমান (মফিজ)
তাহেরুল ইসলাম (টিটু,), হিরন, আশরাফুল ইসলাম, । আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য কুইজ বিজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষ ২০০১ ব্যাচের বন্ধুদের ও শিক্ষকগণ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেশ কিছু অসহায় বন্ধুদের মাঝে ঈদের উপহার তুলে দেন। অঙ্গীকার ব্যক্ত করেন ফেন্ড ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র গরিব ছাত্রদের সাহায্য সহযোগিতার করার সেই ব্যাপারে এই ফাউন্ডেশন কাজ করবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন