
মেহেরপুর প্রতিনিধি
২৮/০৩/২৩
মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে বসত ঘরে আগুন প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পড়ে ছাই হয়েছ। এলাকা সূত্রে জানা যায় গতরাত ১ টার সময় আমঝুপি উত্তরপাড়া মুন্নাফ ফকিরের বাড়িতে আগুন দেখতে পাই এলাকার লোকজন। আশেপাশের লোকজন ছুটে এসে তার বাসতঘরের আগুন লেবানন চেষ্টা করে এতে ব্যর্থ হলে ৯৯৯ খবর দিলে মেহেরপুর ফায়ার বিগেট ৩ টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই প্রায় চার লক্ষ টাকার মালামাল পড়ে ছাই হয়ে গেছে বলে জানান বাড়ির মালিক মুন্নাফ ফকির।