Home » মেহেরপুরে ৪০০ মেট্রিক টন পি,এফ,জি, সার গোদাম কাজের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত।

মেহেরপুরে ৪০০ মেট্রিক টন পি,এফ,জি, সার গোদাম কাজের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
708 ভিউস

মেহেরপুর চিত্র
১০/০৬/২৩
মেহেরপুরে ৪০০ মেট্রিক টন পি,এফ,জি, সার গোদাম কাজের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। গতকাল বেলা দশটার সময় মেহেরপুর সদর উপজেলা বারাদি বিএডিসির বীজ উৎপাদন খামারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজিজুর রহমান জেলা প্রশাসন মেহেরপুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ বিএ ডিসির এনডিসি চেয়ারম্যান (গ্রেট ১) ঢাকা, আশরাফুজ্জামান, সচিব বি এ ডিসি ঢাকা, রাফিউল আলম পুলিশ সুপার মেহেরপুর, শংকর কুমার মজুমদার উপপরিচালক বিএ ডিসি মেহেরপুর, বক্তব্য রাখেন আব্দুস সামাদ সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা )বিএডিসি ঢাকা,
মুস্তাফিজুর রহমান সদস্য পরিচালক (বীজ উৎপাদন ) ঢাকা, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কৃষিবিদ মনিরুজ্জামান উপ-পরিচালক বিএডিসি বাড়াদী ও কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ বিএ ডিসি উপ-পরিচালক গোকুলনগর খামার দত্তনগর। সময় উপস্থিত ছিলেন বারাদি বিএডিসি হিমাগার উপপরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ, আমঝুপি বিএডিসি সবজী বীজ খামার উপপরিচালক কৃষিবিদ গোলকনাথ বণিক, আমঝুপি বিএডিসি ডাল ও তৈলজীর বীজ উৎপাদন খামারের উপপরিচালক জাহিদুল ইসলাম, আমঝুপি বিএডিসি ডাল ও তৈলজীর খামারের বীজ প্রক্রিয়া জাতকরণ উপপরিচালক জিয়াউর রহমান, আব্দুল আল মামু উপপরিচালক বিএডিসি করমচাং খামার দত্তনগর, আমঝুপি বিএডিসি ডাল ও তৈলজীর খামারের কন্টাক্টগ্রাস উপপরিচালক ইকবাল হোসেন, সহ বিএ ডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কর্মচারী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার স্যার ডিলার, কৃষক লীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন