Home » মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগের নেতা সহ চাইনিজ একে ৪৭ এয়ারগান অস্ত্র উদ্ধার।

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগের নেতা সহ চাইনিজ একে ৪৭ এয়ারগান অস্ত্র উদ্ধার।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
31 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
২৬/০১/২৫

মেহেরপুরের সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগের নেতা সহ চাইনিজ একে ৪৭ ইয়ারগান অস্ত্র , ইয়াবা, গাঁজা মিশ্রণের মেশিন ও চাকু সহ ইমরান হেলালি প্রিন্স (৩৬) আওয়ামী লীগের নেতা মেহেরপুর শহর থেকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত আড়াইটা সময় থেকে সকাল সাডে ৬ টা পর্যন্ত মেহেরপুর শহরের বড় বাজারে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করেন। আটককৃত ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।এলাকার সূত্রে জানাজায় রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতেে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি চায়না একে ৪৭ এয়ারগান অস্ত্র ৩৭ পিস ইয়াবা গাঁজার , ১ টি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন, ২ টি স্মার্টফোন ও ৩ টি দেশীয় ছুরি সহ প্রিন্সকে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী । মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক সংগ্রামকে বলেন, ‘আটককৃত প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একে ৪৭ অস্ত্রের জব্দ করা হয়েছে । আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন