Home » মেহেরপুরে সদর গাংনী উপজেলায় মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন

মেহেরপুরে সদর গাংনী উপজেলায় মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
422 ভিউস

নিজস্ব সংবাদদাতা
১৬/০১/২৩

মেহেরপুরে সদর উপজেলা,গাংনী উপজেলা মডেল মসজিদ ইসলামী ও সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। মসজিদে মুসল্লিদের জন্য সব সুবিধা থাকছে কক্ষ, লাইব্রেরী, সাব স্টেশন কক্ষ, প্রতিবন্ধিদের জন্য নামাজ ও ওযুর ব্যবস্থা। ইমাম প্রশিক্ষন সেন্টার নারী পুরুষে নামাজের ব্যবস্থা। মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ গাংনী উপজেল আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হয়েছে । বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠন, জেলার বিভিন্ন মসজিদেও ইমামগণ উপস্থিত ছিলেন। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক
কেন্দ্রের নির্মাণ কাজের ব্যয় হয়েছে ১৩ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা। সারা বাংলাদেশে ৫০টি মডেল মসজিদ স্থাপন করেছে সরকা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন