![](https://meherpurchitra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
- মেহেরপুর, মুজিবনগর, গাংনী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
![](https://meherpurchitra.com/wp-content/uploads/2022/12/received_680682090345315-300x142.jpeg)
পুষ্পমাল্য অর্পণ
শুক্রবার(১৬ডিসেম্বর-২২) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান। সকাল সাড়ে ৯টায় জেলা স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজের আয়োজনে সভাপতিত্ব করেন, ড. মুনসুর আলম খান জেলা প্রশাসন মেহেরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাফিউল আলম, পুলিশ সুপার মেহেরপুর।
![](https://meherpurchitra.com/wp-content/uploads/2022/12/received_1288287715346226-300x142.jpeg)
মেহেরপুর স্টেডিয়ামের দৃশ্য
এডভোকেট আব্দুস সালাম, চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর। এডভোকেট ইব্রাহিম শাহিন জেলা যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ মেহেরপুর, মাহফুজুর রহমান রিটন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেয়র পৌরসভা মেহেরপুর, আবু রায়হান জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষিবিদ সাইদুর রহমান জেলা কর্মকর্তা প্রাণি সম্পদ অফিস মেহেরপুর। সরফরাজ হোসেন মৃদুল জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, বাঁধন সভাপতি জেলা ছাত্রলীগ মেহেরপুর, বোরহান উদ্দিন আহমেদ চুন্নু আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি সদর আওয়ামীলীগ, আবু আবিদ সভাপতি জেলা মৎস্যলীগ সমিতি মেহেরপুর, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান বিজয় দিবসে অংশগ্রহণ করেন।