Home » মেহেরপুরে মুজিবনগর গাংনী উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মেহেরপুরে মুজিবনগর গাংনী উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
740 ভিউস

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে, মুজিবনগর, গাংনী উপজেলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় ।
গতকাল সকাল ১১ টার সময় মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালনের অনুষ্ঠানের হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে,
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এম এ বাশার, ডা; মেহেদী হাসান, নার্সিং সুপারভাইজার নাজমা খাতুন, তুষার বিশ্বাস,৷ ইসরাইল মন্ডল, কুলসুম আরা
আসাদুল হক,। অনুষ্ঠান পরিচালনা করেন মিলন শর্মা, শিরিন সুলতানা অনুষ্ঠান শেষ বর্ণাঢ্য র‍্যালি ও বেলুন উড়িয়ে কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন