Home » মেহেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
565 ভিউস
  • মেহেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত
  • শুভ নববর্ষ-১৪৩০

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে, গাংনী ও মুজিবনগর উপজেলায় ১লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪এপ্রিল-২৩) সকাল সাড়ে নয়টার সময় মেহেরপুর শিল্পকলা একাডেমি থেকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাধাররন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আমিন হোসেন, মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখ। সাংবাদিক, গণমাধ্যম কর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণসহ মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন