
ভ্রাম্যমান প্রতিনিধি
২৩/০৩/২৩
মেহেরপুর সদর উপজেলার, পিরোজপুর ইউনিয়নে কাঁঠালপোতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সুবেদার মৃত মতিউর রহমানের স্মৃতি স্বরণে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে ৪ টার সময় কাঁঠালপোতা হেল্প ডেক্সের উদ্যোগে গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম মানিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ফজিল উদ্দীন, সাগর বিশ্বাস, কদম আলী,মাজেদুল হক,হাসান আলী, হৃদয় ,রিপন মিয়া, লাভলু বিশ্বাস, আবু সুফিয়ান রাব্বি প্রমুখ পরে কাঁঠালপোতা গ্রামের ৩৩ জনকে ৫ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ১ কেজি করে মুসুরির ডাল, ১ কেজি করে মুড়ি, ১ কেজি করে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে এলাকার মুরুব্বীদের মাঝে টুপি বিতরণ করা হয়।