Home » মেহেরপুরে নছিমনের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

মেহেরপুরে নছিমনের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
434 ভিউস

মেহেরপুর ৮চিত্র
১৭/০৮/২৩
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকার সূত্রে জানা যায় আজ দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে । গোভিপুর গ্রামের স্বাধীন ছেলে সাইফ (০৮) নামের গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রের । । প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সাইফ বাড়ি ফেরার পথে দ্রæতগামী শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সাইফের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন