Home » মেহেরপুরে জেলা বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

মেহেরপুরে জেলা বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
469 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
১৬/০১/২৩
১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি এক অংশের সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি। সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে জনবিরোধী অবৈধ এ বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়বে ।
অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড.নজরুল ইসলাম, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, মুমিন, নছর আলী, যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদলের সদস্য খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, ছাত্রদল নেতা জয়নাল, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন বাসিম, গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিহাব প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন