Home » মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয় হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম

মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয় হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
885 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ
১৭/১০/২২
সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরেও শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টা থেকে জেলা শিল্পকলা একাডেমী, গাংনী উপজেলা পরিষদ ও মুজিবনগর উপজেলার মুজিবনগর কমপ্লেক্সের অডিটরিয়ামে একযোগে ভোট শুরু হয়ে একটানা ২টা পর্যন্ত হয় । নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুস সালাম ও বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও পুরুষ সদস্য পদে ১১জন ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এছাড়াও গাংনী উপজেলার নারী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন নির্বাচিত হয়েছেন। মেহেরপুর জেলায় ২৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুস সালাম ১৭৫ পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল পেয়েছেন ১১৬ভোট। মেম্বার পদে মেহেরপুর সদর ০২ ওয়ার্ডের ইমতিয়াজ হোসেন(টিউবওয়ে) ৫৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৫১ভোট। সংরক্ষিত মহিলা আসনের মেহেরপুর সদর মুজিবনগর ১নম্বর ওয়ার্ডের শামীমা হীরা (টেবিল ফ্যান) ৯৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেম্বার নারগিস আরা (মানিক ) ৬২ভোট। ২নং ওয়ার্ড মুজিবনগর উপজেলা মেম্বার প্রার্থী আজিজুল বারি ২২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমাস (টিউবওয়েল ) ১৭ভোট। ০৩ ওয়ার্ডের গাংনী উপজেলার মেম্বার মিজানুর রহমান ৫৪ জন্য ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ৫০ ভোট। সকাল থেকে কড়ানিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছিল। প্রতিটা বুথসহ কেন্দ্রের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার আওতার অন্তর্ভূক্ত করা হয়। জেলার পুলিশ সুপার জানান- শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন