Home » মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
314 ভিউস

মেহেরপুর চিত্র
০২/০৯/২৩

মেহেরপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতিত্ব ছাত, ছাত্রীদের মাঝে সম্মাননা প্রদান করেছেন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) গতকালব সকাল সাড়ে ৯ সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রাঙ্গণে, এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন সদস্য সচিব আব্দুস সবুর প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম। বক্তব্য রাখেন মেসডা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক শামীম রেজা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, ইবির সভাপতি জারাফাত হোসেনব। মেহেরপুর জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ২০২৩ সালের এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮৫০ জন ও বিসিএস এবং বিজেএসসহ ১৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে । অনুষ্ঠান পরিচালনা করেন রাবির শিক্ষার্থী ফারজানা ফাইজা ও ঢাবি শিক্ষার্থী গালিবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষ, অভিভাবক প্রশাসনি, কর্মকর্গন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন