Home » মেহেরপুরে ইউপি নির্বাচনে ভোট চেয়ে মোঃ মওলাদ হোসেনের গণসংযোগ

মেহেরপুরে ইউপি নির্বাচনে ভোট চেয়ে মোঃ মওলাদ হোসেনের গণসংযোগ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
562 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
২৮/০১/২৩

মেহেরপুরে ইউপি নির্বাচনে ভোট চেয়ে মোঃ মওলাদ হোসেনের গণসংযোগ। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার ।
আমদহ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচন এলাকা মেম্বার পদপ্রার্থী মোঃ মওলাদ হোসেন গণসংযোগ করছেন। গণসংযোগ কালীন প্রার্থীর সঙ্গে ছিলেন মোঃ মনিরুল ইসলাম,
হাজি মাতালেন, সিরাজুল ইসলাম, মিয়ারুল, পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তিনি ৪ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তার ভবিষ্যৎ কাজের পরিকল্পনা সম্পর্কে জানান। এবং আমদহ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে বিজয়ী করতে শতভাগ আশা ব্যক্ত করেন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন