Home » মেহেরপুরে অপরাজিতা সংগঠণের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরে অপরাজিতা সংগঠণের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Md. Sohel Rana
502 ভিউস

মেহেরপুরে অপরাজিতা সংগঠণের গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অপরাজিতা (স্বেচ্ছাসেবী সংগঠন) মেহেরপুর এর আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (২৯ জানুয়ারি-২৩) বিকেলে অপরাজিতা নিজস্ব কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অপরাজিতার নির্বাহী পরিচালক রেহেনা মান্নানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মান্নান উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, শহর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পিও মীর দানিয়েল রনি, মুজিবনগর খবর ডটকম এর উপদেষ্টা সম্পাদক মোঃ আসফারুল হাসান সুমন উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন