Home » মেহেরপুরের মুজিবনগরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা

কর্তৃক Md. Sohel Rana
68 ভিউস

মেহেরপুরের মুজিবনগরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগরের চার বছর বয়সী এক শিশু ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮নভেম্বর-২৪)  দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডিত তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ৪বছর বয়সী এক শিশু বাড়ির পাশের একটি আম বাগানে অন্য শিশুদের সাথে খেলছিল। প্রতিবেশী তছলিম উদ্দিন মিস্ত্রি চকলেটের প্রলোভন দিয়ে শিশুটিকে একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তসলিম। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন ২০২৩ সালের ২২আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার একমাত্র আসামি করা হয় তসলিম উদ্দিনকে। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় প্রদান করেন। ‌অল্প সময়ের মধ্যে মামলার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন