Home » মেহেরপুরের বলিয়ারপুর ক্লাব পাড়ায় পাটখড়ির গাদাতে আগুন

মেহেরপুরের বলিয়ারপুর ক্লাব পাড়ায় পাটখড়ির গাদাতে আগুন

কর্তৃক Md. Sohel Rana
566 ভিউস

বলিয়ারপুর ক্লাব পাড়ায় পাটখড়ির গাদাতে আগুন

-ভ্রাম্যমান প্রতিনিধি; মোঃ ইউনুস আলীঃ মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের ক্লাব পাড়ার মোঃ মানুল্লার পাটখড়ি গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২জানুয়ারি-২৩) রাত ১১.৪০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিকের ছেলে মোঃ সজীব আহমেদ মেহেরপুর চিত্রকে জানান, বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন হঠাৎ শব্দ শুনে বাড়ির বাহিরে এসে দেখে পাটখড়ির গাদাতে আগুন জ্বলছে পরে আশেপাশের লোকজনকে ডাকতে থাকে । অতি দ্রুত বাড়ির মালিক ও স্থানীয় জনগণ আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে মেহেরপুরের ফায়ার সার্ভিসে কল দেন। ফোন পেয়ে মেহেরপুরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অতি দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা যাবত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন