Home » মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামড়ে আহত-৬

মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামড়ে আহত-৬

কর্তৃক Md. Sohel Rana
616 ভিউস

মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামড়ে ৬ জন আহত

নিজস্ব প্রতিনিধি: গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বালির মাঠপাড়ায় শিয়ালের কামড়ে এক নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন-সাহারবাটী গ্রামের বালির মাঠ পাড়ার শামসুদ্দীনের ছেলে মাসুম আলী (২৬),একই গ্রামের নিয়াজুল হকের ছেলে নাফিম হাসান (১২), ছহির উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন (২৮),আব্দুর রহমানের ছেলে নিয়ামত আলী (৫৫), চৌগাছা গ্রামের রাববান আলীর ছেলে আক্কাছ আলী (৪০)। এছাড়াও সাহারবাটী গ্রামের এক নারী আহত হয়েছেন।

শুক্রবার (১১নভেম্বর-২২) দিবাগত সন্ধ্যা সােয়া ৭টার দিকে সাহারবাটী গ্রামের বালির মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা, সন্ধ্যার দিকে সাহারবাটী গ্রামের বালির মাঠপাড়ার রাস্তা দিয়ে পথচারীরা যাচ্ছিল। এসময় একটি শিয়াল দৌড়ে এসে এক পথচারীকে পায়ে কামড় দেয়। পরে আরাে কয়েকজন মিলে,শিয়ালটিকে প্রতিহত করতে গেলে,তারাও শিয়ালের আক্রমনের শিকার হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন