
মেহেরপুর চিত্র
২২/১১/২৩
সবার জন্য মানসম্মত শিক্ষা ও শিক্ষার বৈষম্য দূর করতে সামাজিক প্ল্যটফর্ম কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম নানাভাবে কাজ করে আসছে। গতকাল বুধবার সকাল ১০ টার সময় মউর হলরুমে গণস্বাক্ষরতা অভিযানে এর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া সভাপতিত্বে ওয়াজ গ্রুপের বর্তমান আগামী পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মউর নির্বাহী প্রধান জনাব আসাদুজ্জামান সেলিম, আমঝুপি ইউনিয়নের ওয়াচ গ্রুপের সহ সভাপতি মেহেরপুর পৌরসভা কাউন্সিলর আব্দুর রহিম,ওয়াচ সদস্য সাবেক তশিলদার আক্তার হোসেন, সমাজসেব আব্দুর রকিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক হোসেন, সাংবাদিক আকতারুজ্জামান, সাংবাদিক বাবু খান প্রমূখ্য। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা, বৈশ্যম্য দূর করণ, প্রান্তিক শিশুদের স্কুলের ফেরানোর, ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরানোর চেষ্টা করা, অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা।