Home » মুজিব নগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠকের

মুজিব নগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠকের

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
561 ভিউস

মুজিবনগর প্রতিনিধি
১৬/০৩/২৩

শেখ হাসিনার বারতা ,নারী-পুরুষ সমতা
এই শ্লোগানে মুজিব নগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারিসুল আবেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী। এই উঠান বৈঠকে মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ জন মহিলা অংশগ্রহণ করেন। তিনি বলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক এই প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে বলে জানান মুজিবনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার। তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান ,চাকরির আবেদন পত্র পূরণ ,ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ইমেইল মেসেঞ্জার স্কাইপি সাহায্যে যোগাযোগ, কৃষি শিক্ষা ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদান ,আইনি সহায়তাপরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ,তাপমাত্রা ও ওজন মাপা, গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www.laalsobuj.com মার্কেটপ্লেস পরিচালনা।
তিনি আরো বলেন উপরোক্ত সেবা সমূহ সবই বিনামূল্যে তথ্য কেন্দ্র হতে ও ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়। পল্লী উন্নয়ন কর্মকর্তা তার বক্তব্য বলেন তার কার্যালয় কিভাবে কার্যাবলী পরিচালনা করে তার সবকিছু আপনারা তথ্য আপার মাধ্যমে জানতে পারবেন। প্রাণিসম্পদ কর্মকর্তা তথ্য আপার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন প্রাণিসম্পদ কার্যালয় যাকে আপনারা পশু হাসপাতাল নামে চিনেন সেখানে আপনাদের গৃহপালিত পশু বা প্রাণী কিভাবে সেবা পেতে পারে সে বিষয়টি তথ্য আপার কাছ থেকে জানা সম্ভব। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন তথ্য আপার ডাকে আগত সকল মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের যত্ন নেবেন বিশেষভাবে মেয়েদের তাদের বাল্যবিবাহ যেন না হয় এবং পড়াশোনার যেন বাসায় করতে পারে তার প্রতি গুরুত্ব আরোপ করেন । ইউনিয়ন পরিশেষে তথ্য সেবা কর্মকর্তা গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য সমূহ কিভাবে বাজারজাত করা যায় সে বিষয়ে বৈঠক আলোচনা করেন । মুজিবনগর উপজেলার সাংবাদিক, নারী উদ্যোক্তা, পেশাজীবী সংগঠনের কর্মকর্তা, গণ উপস্থিত ছিলেন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন