Home » মুজিবনগর থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার।

মুজিবনগর থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
290 ভিউস

মুজিবনগর প্রতিনিধ
২৪/০২/২৪

মুজিবনগর থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫। মুজিবনগর থানা পুলিশ জানিয়েছেন আজ বিকাল সাড়ে ৪ সময় মুজিবনগর থানাধীন শিবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ একটি টিম অভিযান পরিচালনা করে এ সময় বিদেশি পিস্তলসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলেন – শামীম হোসেন ওরফে শেখ বিজয় (২১) পিতা মৃত শাহাজুল শেখ গ্রাম শিবপুর , প্রিন্স শেখ (৩৪) পিতা বিল্লাল শেখ, শাহিন রেজা (২৪) পিতা সিরাজুল ইসলাম গ্রাম কোমরপুর , রাজন হাসান (২৯) পিতা মৃত আব্দুল খালেক , আলামিন ( ৩১) পিতা মোঃ শফিকুল ইসলাম গ্রাম ঝুমঝুমপুর থানা কোতোয়ালি জেলা যশোর। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব উজ্জল দত্ত জানান মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাজুল শেখের ছেলে শামীম হোসেন অরফে শেখ বিজয় এর বাড়ির সিঁড়ি ঘরের পায়খানার ট্রাংকীর ভিতর হতে ০১ টি বিদেশি পিস্তল ০১ রাউন্ড গুলি ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও সাইবার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুজিবনগর থানা পুলিশ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন