Home » মুজিবনগর উপজেলায় কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মুজিবনগর উপজেলায় কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
428 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
০৬/০৬/২৪

মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলায় কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, নদী দখল ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদ মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনে মুজিবনগর উপজেলার কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গি গ্রামের শত, শত, নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন। মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশাদুল ইসলাম। এ সময় এলাকার গণমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক সচেতন ব্যাক্তিরা ,জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ সহ ্মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন,মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নাম ভাঙ্গিয়ে তার কিছু সহযোগী সরকারের আইন তোয়াক্কা না করে, বাদ দিয়ে জোর পূর্বক মাছ চাষ করে আসছে। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীটি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন। ক্যাডার বাহিনী হামলা করে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা আরও বলেন, কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ো বিলের মাছ চাষের আড়ালে নদীতে বাধ দিয়ে প্রবাহিত স্রোত বাধাগ্রস্ত করছে এর ফলে বিভিন্ন সময় পানি প্রবাহিত হয়ে পাশে ফসলী জমি নষ্ট হচ্ছে। নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন