Home » মাহে রমজান দরজায় কড়া নেড়েছে, আমঝুপি হাজী আ: সামাদ কৃওমীও নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষে রমজানের সময়সূচির বিতরণ।

মাহে রমজান দরজায় কড়া নেড়েছে, আমঝুপি হাজী আ: সামাদ কৃওমীও নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষে রমজানের সময়সূচির বিতরণ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1132 ভিউস

মেহেরপুর চিত্র
০৭/০৩/২৪
মাহে রমজান দরজায় কড়া নাড়ছে , আমঝুপি হাজী আব্দুস সামাদ কৃওমীও নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষে পবিত্র মাহে রমজান সময়সূচি বা ক্যালেন্ডার বিতরণ মকরেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মুফতি শামসুল আলম বলেন চলতি ১২ মার্চ ২০২৪ আগামী মঙ্গলবার থেকে এ পবিত্র মাহে রমজানের মুসলমানদের কাঙ্খিত রোজা শুরু হচ্ছে ইনশাআল্লাহ । সেই কারণেই আমঝুপি হাজী আ: সামাদ কৃওমীও নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষে পবিত্র মাহে রমজান সময়সূচি বা ক্যালেন্ডার বিতরণ করছে মাদ্রাসার কর্তৃপক্ষ। এক ঝাঁক তারুণ্যের শিক্ষক নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি ছোট ছোট সোনামণিদের ক্লাস শুরু হয়েছে। সেই সাথে সাথে নতুন বছরে ভর্তি চলছে বলে জানিয়েছেন তারা। আবাসিক অনাবাসিক ছাত্রদের ছাত্রীদের ভর্তি করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন