Home » মাঠে নেমেই মেসির বিশ্ব রেকর্ড

মাঠে নেমেই মেসির বিশ্ব রেকর্ড

কর্তৃক Md. Sohel Rana
576 ভিউস

মাঠে নেমেই মেসির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্কঃ স্বপ্ন পূরণের জন্য খেলছেন লিওনেল মেসি। জিতলেই আরাধ্য সোনালী ট্রফিটিকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন তিনি। তবে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লোথার ম্যাথাউসকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ফুটবলার।

এনিয়ে টানা পাঁচটি বিশ্বকাপ খেলছেন মেসি। তাই রেকর্ডটা যে তার মালিকানায় থাকবে তেমন একটা সম্ভাবনা ছিলই।

বিশ্বকাপে আজকের ম্যাচ মিলিয়ে ২৬ টি ম্যাচ খেলেছেন তিনি। পেছনে ফেলেছেন ২৫ ম্যাচ খেলা জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে। ২৪ ম্যাচ খেলেছেন আরেক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।  ২৩ ম্যাচ নিয়ে চারে সাবেক ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনি।
মেসি বাদে এদের সবারই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। আজ সেই ক্লাবে যোগ দেওয়ার সৌভাগ্য হবে তো আর্জেন্টিনা অধিনায়কের? সেটা সময়ই বলে দেবে। মেসির মতোই বিশ্বরেকর্ড গড়েছেন ফ্রান্স অধিনায়ক অলিভিয়ের জিরুদ। বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ২০ টি ম্যাচ খেলেছেন লরিস। ছাড়িয়ে গেছেন ১৯ ম্যাচ খেলা জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন