মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাপ্তাহিক সাহিত্য পাতা-
মাঠের দখল
-আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
খেলাটা প্রায় ছেড়েই দিছি
মাঠের দখল নাই,
মনের দুঃখ মনে রইল
বলবো কারে ভাই।
হাত-পা বান্ধা চক্ষু আন্ধা
নড়তে পারি না,
মনটা করে দান্ধা মান্ধা
বুঝতো মানে না।
এর চেয়ে আর কষ্টের বিষয়
কিইবা আছে বল?
মাঝে মাঝে মনে হয় যে
কেন এমন হলো।
বনের পশু গাছের পাখী
যেথা ইচ্ছে যায়,
মানব কূলে জন্ম নিয়া
ঠেকছি বিষম দায়।
সারা জীবন খেতে খেতে
বাড়াল করছি শূন্য,
বাকি রইলো না তো কিছু
শেষ বয়সের জন্য।
এখন শুধু আসে পাশে
চেয়ে চেয়ে দেখি,
কোন মতে পাগল মনরে
বুঝিয়ে যে রাখি।
সত্য কথা বললে জানি
শুনতে লাগে বেমানান,
বুড়ো সময় এমনই হয়
দিয়ে গেলাম জানান।
এই রীতিটা মানতে হবে
থাকতে হবে হুঁশ,
ধৈর্য ধারণ করতে হবে
তবেই তো মানুষ।
লেখকঃ আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
গীতিকার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।