Home » মমিনপুর বালিকা বিদ্যালয় উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মমিনপুর বালিকা বিদ্যালয় উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
477 ভিউস

বারাদী প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলা বারাদী ইউনিয়নের মমিনপুর বালিকা বিদ্যালয় উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয় । মমিনপুর বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃশফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জাব্বারুল ইসলাম, সহকারী শিক্ষক সোহেল রানা, কামাল হোসেন, আঃসামাদ মোছাঃনাজনিন হুসাইন, এস এম মুহাইমিনুল ইসলাম সহ সহকারী শিক্ষক, অভিভাবক, ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষ শহীদদের আত্মার মাকফেরত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন