Home » বাংলাদেশ জামায়াত ইসলামী খোদাভীরু, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই

বাংলাদেশ জামায়াত ইসলামী খোদাভীরু, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
84 ভিউস

মেহেরপুর সংবাদদাতা:
(১৬/১১/২৪) বাংলাদেশ জামায়াতে ইসলামী খোদাভীরু রাষ্ট্র, সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই বলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ। আজ সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর কমিউনিটি সেন্টারে মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে৷ দ্বি – বার্ষিক সম্মেলনে সভাপতি করেন মেহেরপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ (মুকুল), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, মো: আকতারুজ্জামান পরিচালক যশোর, কুষ্টিয়া অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাওলানা তাজ উদ্দিন খান মেহেরপুর জেলা আমীর ও উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন, মশিউর রহমান সহকারি পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশন,। বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউ ইসলাম, পৌর আমীর জনাব সোহেল রানা ডলার, অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমেক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ। প্রধান অতিথির বক্তব্যন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন খোদাভীরু রাষ্ট্র গঠন করতে চাই। বৈষম্যহীন রাষ্ট্রের গঠনের মধ্যে দিয়ে শ্রমিকের ন্যায্যমজুরি সহ আল্লার দিন আল্লার জমিনেপ্রতিষ্ঠিত করতে হবে তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব।৷ অনুষ্ঠান শেষে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫ – ২৬ সেশনের নির্বাচনে সভাপতি/ সেক্রেটারি ফলাফল প্রকাশ করেন ও নির্বাচিত সভাপতি- সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক।এ সময় মেহেরপুর সদর, মুজিবনগর, ও গাংনীর বিভিন্ন পেশার শ্রমিকরা এই দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন