Home » প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বললেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বললেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কর্তৃক Md. Sohel Rana
598 ভিউস

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বললেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে সম্পদে রুপান্তরিত করতে হবে। আর এ কাজে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকে। তাহলেই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে প্রতিবন্ধীরা। ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কথাগুলো বলেন।

শনিবার (৩ডিসেম্বর-২২) দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। পরে আর্থ সামাজিক উন্নয়নে প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন, ৭ টি হুইল চেয়ার, ৩ টি হেয়ারিং এইড এবং ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন