Home » নেই অভিমান; -আবদুস সাত্তার শাহারী

নেই অভিমান; -আবদুস সাত্তার শাহারী

কর্তৃক Md. Sohel Rana
885 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

নেই অভিমান
-আবদুস সাত্তার শাহারী, খুলনা।

তব গীতি আমি গাই নিশিদিন
মোর গীতি গাও নাকো।
তোমাকে নিয়ে ভেবে যায় আমি
মোরে নিয়ে ভাবনাকো।

আমিতো জানি তুমি মোর হিয়া,
পুষ্প ডালিতে স্বাগতম দিয়া,
মনের দেয়ালে লিখে নিবে নাম
দূরে ঠেলে দেবে নাকো।

এ ধারণা মোর ভুল করে দিয়ে
বেদনায় বেঁধে রাখো।

তুমি যেথা যাও যেথা পড়ে ছায়া
আমি থাকি তার পিছে।
আমি ঘুরি বন-পাহাড়-সাগর
হোকনা যতই মিছে।

তুমি যদি জ্বলো জোনাকি হয়ে,
আকাশের ওই তারাদের ছুঁয়ে,
চাঁদের দেশের জোস্না আনিয়া
বিলাও ঢেউয়ের কাছে!

নেই অভিমান করিবগো বাস
না হয় আঁধারে মিশে।
————————–
২৮ নভেম্বর ২০২২
কৃষ্ণনগর, খুলনা সকাল

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন