Home » নিষ্ঠুরতারও প্রভেদ থাকে, -টি এম মনোয়ার হোসেন

নিষ্ঠুরতারও প্রভেদ থাকে, -টি এম মনোয়ার হোসেন

কর্তৃক Md. Sohel Rana
992 ভিউস

নিষ্ঠুরতারও প্রভেদ থাকে
-টি এম মনোয়ার হোসেন

পিছন থেকে ডাকিনি আর তাকে
চলে যাচ্ছে, যাক ; ডেকেই বা লাভ কী!
ফেরানোর চেষ্টা করিনি কখনো
মুক্ত পাখিরা খাঁচায় বন্ধ থাকেনা,
এটা ভাল করেই জানি ; তাই..
তাদেরকে বন্দী করে রাখা সম্ভব না,
যেতে দিতে হয়, তাই দিয়েছি।

আশায় ছিনু কিছুদিন, ফেরার আশায়
যদি পোষ মেনে থাকে, ফিরবে
পোষ যদি না মানে,
এ পথে আসবে না কখনো
আসেওনি সে আর ;
পথের দিকে তাকিয়েই ছিনু শুধু।

দুধ- কলা দিয়ে পোষ মানার চেষ্টা করেছিনু
সব চেষ্টাই তো আজ ব্যর্থ
ফিরতে হলো অবশেষে শূন্য হাতেই।

আফসোস করিনি, শুধু অবাক হয়েছি মাত্র
এতদিনের ভালবাসা, প্রেম- প্রীতি
আদর- যত্ন যারা অস্বীকার করে
পায়ে ঠেলে উড়াল দিতে পার
তাদের নিয়ে ঘর বাঁধার স্বপ্ন
দুঃস্বপ্ন পরিণত হয়
স্বপ্ন আর স্বপ্ন থাকে না।

সামন্যটুকু সহানুভূতিও কী
সৃষ্টি হয়নি এতদিনে
হৃদয়ে কী একটুও দাগ কাটেনি তার!
নিষ্ঠুর হলেও তো তারতম্য থাকে
এ নিষ্ঠুরতায়, তাই না?

নিয়তীকে আপন ভেবে নীড়ে ফিরি
এসে দেখি শূন্য খাঁচাটি
মনের আনন্দে দোল খাচ্ছে
সামান্য একটু পূবাল বাতাসে
শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আর
নিজেকে দোষ দেই
এ ছাড়া আর কী-বা করার আছে
আমি দোষী বলেই তো আজ খাঁচাটি
শূন্য আর রিক্ত।

ভাবিনি কোনোদিন এমন হবে
উড়াল দেয়ার পরেই চেতন ফেরে
হৃদপিন্ডের ঠিক বাম অলিন্দে
ব্যথা অনুভব হয়,
চিনচিনে এক অসহনীয় ব্যথা!

প্রিয়জন হারানোর ব্যথা কী এমন হয়
আগে জানা ছিল না তো
এ ব্যথা গ্যাসট্রিকের ব্যথাকেও হারা মানায়
বুঝি,একটু দেরিতেই বুঝি,
তাও আবার অনেক ক্ষতির পর।

বোঝার আর বাকি রইল না
ভালবাসার কদর নেই
নেই আপন করে নেয়ার মন- মানসিকতারও।

-মিঠাপুকুর, পঞ্চগড়।
২৪-১১-২০২২

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন