Home » তেতুলগাছের বাদুরগুলো -চিত্তরঞ্জন সাহা চিতু

তেতুলগাছের বাদুরগুলো -চিত্তরঞ্জন সাহা চিতু

কর্তৃক Md. Sohel Rana
506 ভিউস

মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

তেতুলগাছের বাদুরগুলো
-চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।

বাদুরগুলো যায় না দেখা ডালে,
মুখরিত হয় নাতো আর
চেঁচামেচিঁর তালে।
সবই এখন ফাঁকা ফাঁকা
অতীত দিনের স্মৃতি মাখা
মানুষ নামে বাদুরগুলোর
অত্যাচারে সব
হারিয়ে গেছে তেতুলগাছের
সকল কলরব।
কিন্তু বাদুর তলা আছে,
বাদুর বিহীন পাতাগুলো
পাচ্ছে শোভা গাছে গাছে।
বাদুরগুলো থাকতো ঝুলে,
দেখতে ভারি লাগতো মজা
থাকতো মানুষ সে সব ভুলে।
বাদুরগুলো কেমন করে,
হারিয়ে গেছে তেপান্তরে।
আয়রে বাদুর আয়রে ডালে,
খেলবি আবার ইচ্ছে মত
দক্ষিণ হাওয়ার তালে তালে।

-কবি, চিত্তরঞ্জন সাহা চিতু
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন