Home » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমেনশাহী দর্পণের মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমেনশাহী দর্পণের মোড়ক উন্মোচন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
894 ভিউস

স্টাাফ রিপোর্টারঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমেনশাহী দর্পণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১অক্টোবর-২২) বিকাল ৫ঘটিকার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় সৃজনশীল সাহিত্য বিকাশে… মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোমেনশাহী দর্পণের সম্পাদক কবি, গল্পকার, শিক্ষাবিদ সফিক সুমনের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ্যলামনাই উপলক্ষ্যে “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি আহসানুল আরিফ, কবি নাদিরুল ইমন, কবি মাহমুদুর রহমান, আরিফ হোসেন, মৃদুল শেখ, নাহিয়ান সুজন, ইবনে ফাহাদ, রাইসুর রহমান, তাহসেনুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৩ সদস্য বিশিষ্ট “মোমেনশাহী দর্পণ” পাঠক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ঘোষণা করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন