Home » গরম সিংগারার ভয় -এস এম শহীদুল্লাহ সরকার

গরম সিংগারার ভয় -এস এম শহীদুল্লাহ সরকার

কর্তৃক Md. Sohel Rana
682 ভিউস

“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

গরম সিংগারার ভয়
-এস এম শহীদুল্লাহ সরকার, জামালপুর।

কোন একদিন বিকেল বেলা
পেটের মাঝে ক্ষুধার জ্বালা,
পেটে দিলো কামড়
হোটেলে দিলাম দৌড়।

হোটলে গিয়ে দেখতে পেলাম
সিংগার ভাজা গরম গরম,
হোটেল বয়কে বলছি
সিংগারা দাও জলদি।

হোটেল বয় জলদি করে
সিংগারায় দেয় আলু ভরে,
সিংগারায় দেই কামড়
পুড়ে যায় ঠোঁট।

সিংগারা যখন পেটে যায়
আরও ঘটনা ঘটে হায়,
নাড়ী ভুড়ী পুড়ে সব
হয়ে গেলো ছাঁই।

এই ধরো ভাই হপ্তা খানেক
থাকে নাড়ী ফুলে,
ভাত পানি খাওয়া হারাম
খাইতে পাইনি ভূলে।

ভাবছি আমি সিংগারা খেয়ে
করলাম জীবন ক্ষয়,
মনের মাঝে ডুকে গেলো
সিংগারা খাওয়ার ভয়।

চলার পথে হোটেলে যদি
সিংগারা কভু দেখি,
চলতি পথে অন্যদিকেই
মুখ ফিরিয়ে রাখি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন