Home » খুলনা সাহিত্য একাডেমি ও মোমেনশাহী দর্পণের আয়োজনে সাহিত্য আসর ও আলোচনাসভা

খুলনা সাহিত্য একাডেমি ও মোমেনশাহী দর্পণের আয়োজনে সাহিত্য আসর ও আলোচনাসভা

কর্তৃক Md. Sohel Rana
119 ভিউস
  • খুলনা সাহিত্য একাডেমি ও মোমেনশাহী দর্পণের আয়োজনে সাহিত্য আসর ও আলোচনাসভা
  • খুলনার প্রাণকেন্দ্র গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে মাসব্যাপী একুশে বইমেলা-২০২৫ 

নিজস্ব প্রতিবেদক: খুলনা সাহিত্য একাডেমি ও মোমেনশাহী দর্পণের যৌথ আয়োজনে সাহিত্য আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।খুলনার প্রাণকেন্দ্র গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে মাসব্যাপী একুশে বইমেলা-২০২৫। 

শনিবার (৮ফেব্রুয়ারি-২৫) সন্ধ্যায় বইমেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় খুলনা সাহিত্য একাডেমি ও মোমেনশাহী দর্পণের সাহিত্য পাঠের আসর ও আলোচনা সভা। খুলনা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। মোমেনশাহী দর্পণের সম্পাদক মন্ডলীর সভাপতি কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন, মোমেনশাহী দর্পণের সম্পাদক কবি সফিক সুমন, আধুনিক কবি কে, এম সেলিম, গাইডেন্স প্রকাশনির স্বত্ত্বাধিকারী কবি আসাদুজ্জামান রানা, খুলনা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি মল্লিক জাহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী মাসুদ মঈন,  সাহিত্য কর্মী রফিকুল হাসান মুন্না, প্রিয় মুখ কবি এজি রানা, সাহিত্য কর্মী আরমান অপু, অনুষ্ঠানটিতে খুলনার কবি, সাহিত্যিক ছাড়াও উৎসুক জনতার ভীড়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রাণবন্ত ও মুখরিত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন