
খুলনা সাহিত্য একাডেমির সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর আলোচনাসভা প্রয়াত কবি-লেখকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বক্তব্যরত প্রধান অতিথি- মোঃ জুবায়েদ হোসেন
শুক্রবার( ২৪জানুয়ারি-২৫) সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, প্রয়াত কবি-লেখকদের স্মৃতিচারণ ও অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিনিয়র কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক, “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিতার সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা রম্য লেখক বি, এম সোলায়মান, কবি ও সংগঠক সাইফুর মিনা, লেকচারার নাট্যশিল্পী ও আবৃত্তিকার রিপন আহমেদ, কবি ও সংগঠক এ্যাডঃ জিনারুল ইসলাম, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, মাওলানা কবি মনিরুজ্জামান আকন, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, সাহিত্য মোদী রফিকুল হাসান মুন্না প্রমুখ।
উল্লেখ্য, অর্ধ শতাধিক কবি- সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষের উপস্থিতিতে একাডেমির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার প্রয়াত সকল কবি-লেখকদের উপর স্মৃতিচারণ করেন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। বর্তমানে অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও অসুুস্থ নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর রোগমুক্তি কামনা করে অনুষ্ঠানে দোয়া করেন সংগঠনের সভাপতি।