Home » খুলনাতে “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

খুলনাতে “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1038 ভিউস

স্টাফ রিপোর্টারঃ
১৬/১০/২২
খুলনা স্কুল অনলাইন এডুকেশন কার্যালয়ে সৃজনশীল সাহিত্য বিকাশে.. “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় খুলনাস্থ খালিশপুরে সৃজনশীল সাহিত্য বিকাশে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। খুলনা স্কুল অনলাইন এডুকেশন কার্যালয়ে মোমেনশাহী দর্পণের সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ জুবায়েদ হোসেনের সভাপতিত্বে, রফিকুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, প্রবন্ধকার মোংলা বন্দর কর্তৃপক্ষের বাগেরহাট জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, মোঃ আব্দুল মান্নান, রফিকুল ইসলাম মুন্না, মোঃ হায়দার আলী, মনির হোসেন, মোঃ ইমরান হোসেন, তরিকুল ইসলাম, ইকবাল হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী প্রমুখ।।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন