Home » কুটনা বুড়ি -আলহাজ শেখ এম এ ওয়ারিশ

কুটনা বুড়ি -আলহাজ শেখ এম এ ওয়ারিশ

কর্তৃক Md. Sohel Rana
532 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

কুটনা বুড়ি
-আলহাজ শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
(স্বরবৃত্ত)

এক যে ছিল,পাশের গায়ে, ময়মনিয়া, কুটনা বুড়ি,
বয়স শত,তার উপরে, আরও আছে,প্রায় এক কুড়ি।

ঘুরে বেড়ায়,সারাটা দিন,পাড়ায় পাড়ায়,বাড়ি বাড়ি,
এরই মন্দ,তারে বলে,তার দোষ বলে ঘুরি ফিরি।

এবাড়ীতে,সংসার ভাঙ্গে,ও বাড়ীতে, ভাঙ্গে হাড়ি,
কুল মানের ভয়ে সবাই, তফাৎ থাকে, দূরে সরি।

এমনি ভাবে,একদিন গেল, পাশের বাড়ি, ঐনা বুড়ি,
করতে গেল , চোগলকুরি, করলো সেদিন, ফেৎনা গিরি।

ফিরতে পথে,হোঁচট খেয়ে, রাস্তার মাঝে গেল পড়ি ,
কেউ এলোনা, তার নিকটে , কে বা তারে তুলবে ধরি।

সেই বুড়িটা,রইলো পরি,রাস্তার মাঝে গেল মরি,
মরলো বুড়ি,আছে কথা,মুখে মুখে,যুগযুগ ধরি।

এসো সবে,আমরা চলি,ভাবনা চিন্তা,বুদ্ধি করি,
মরার পরে,যেন মোদের,সুনাম রেখে যেতে পারি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন