Home » কবি,নাট্যকার মুফিজুল ইসলাম মাষ্টার স্মরণে স্মৃতি চারণ ও মোমেনশাহী দর্পনের মোড়ক উন্মোচন

কবি,নাট্যকার মুফিজুল ইসলাম মাষ্টার স্মরণে স্মৃতি চারণ ও মোমেনশাহী দর্পনের মোড়ক উন্মোচন

কর্তৃক Md. Sohel Rana
602 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ কবি,নাট্যকার মুফিজুল ইসলাম মাষ্টার স্মরণে স্মৃতি চারণ ও মোমেনশাহী দর্পনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

কবি,নাট্যকার মুফিজুল ইসলাম মাষ্টার স্মরণে স্মৃতি চারণ, মোমেনশাহী দর্পনের মোড়ক উন্মোচন, আলোচনাসভা 

বৃহস্পতিবার (৩নভেম্বর-২০২২) ময়মনসিংহে ২৪নং চর হাসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর ব্রহ্মপুত্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, কবি মরহুম মফিজুল ইসলাম মাষ্টার স্মরণে আলোচনা, মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল উদ্দিন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হুসেন সহঃ শিক্ষক, আব্দুল্লাহ আল মমিন সহঃ শিক্ষক, মোহাম্মদ রুকন উদ্দিন সহ শিক্ষক বিউটি খাতুন সহঃ শিক্ষক, অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, আব্দুল হামিদ, আকবর হোসেন, মিরাজ আলী,মনসুর আহমেদ, সুরুজ মিঞা, মোকসেদ আলী, মোবারক হোসেন, আরজ আলী, সুবেদ আলী, মোঃ ফারুক আহাম্মদ অফিস সহায়ক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উত্তর ব্রহ্মপুত্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাহিত্যিক ও নাট্যকার মরহুম মুফিজুল ইসলাম মাষ্টারের স্মৃতি চারণ করেন এবং মোমেনশাহী দর্পনের প্রধান সম্পাদক ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ জুবায়েদ হুসেনের প্রসংসা ও সুসাস্থ্য কামনা করে সৃজনশীল সাহিত্য বিকাশে মোমেনশাহী দর্পণের সফলতা কামনা করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন