Home » একদিন সারাদিন; -চিত্তরঞ্জন সাহা চিতু

একদিন সারাদিন; -চিত্তরঞ্জন সাহা চিতু

কর্তৃক Md. Sohel Rana
795 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

একদিন সারাদিন
-চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।

একদিন সারাদিন খাতা ভরে লিখবো
একদিন সারাদিন গান লেখা শিখবো
একদিন সারাদিন ছবিআমি আঁকবো
একদিন সারাদিন রং শুধু মাখবো।

একদিন সারাদিন আকাশটা দেখবো
একদিন সারাদিন শ্লোগান শেখবো
একদিন সারাদিন ফুলে ফুলে ভাসবো
একদিন সারাদিন প্রান খুলে হাসবো।

একদিন সারাদিন শত কথা বলবো
একদিন সারাদিন প্রতিবাদে জ্বলবো
একদিন সারাদিন রাজপথে লড়বো
একদিন সারাদিন ভাল কাজ করবো।

-চিত্তরঞ্জন সাহা চিতু, ২/১২/২২ ইং, চুয়াডাঙ্গা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন