মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
একদিন সারাদিন
-চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।
একদিন সারাদিন খাতা ভরে লিখবো
একদিন সারাদিন গান লেখা শিখবো
একদিন সারাদিন ছবিআমি আঁকবো
একদিন সারাদিন রং শুধু মাখবো।
একদিন সারাদিন আকাশটা দেখবো
একদিন সারাদিন শ্লোগান শেখবো
একদিন সারাদিন ফুলে ফুলে ভাসবো
একদিন সারাদিন প্রান খুলে হাসবো।
একদিন সারাদিন শত কথা বলবো
একদিন সারাদিন প্রতিবাদে জ্বলবো
একদিন সারাদিন রাজপথে লড়বো
একদিন সারাদিন ভাল কাজ করবো।
-চিত্তরঞ্জন সাহা চিতু, ২/১২/২২ ইং, চুয়াডাঙ্গা।