Home » ইয়ূথ মেন্টর গ্রুপের মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু ও কেক কেটে শুভ উদ্বোধন

ইয়ূথ মেন্টর গ্রুপের মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু ও কেক কেটে শুভ উদ্বোধন

কর্তৃক Md. Sohel Rana
1054 ভিউস
  • ইয়ূথ মেন্টর গ্রুপের মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু ও কেক কেটে শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদকঃ কেক কাটার মধ্য দিয়ে ইয়ূথ মেন্টর গ্রুপের মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু হয়েছে। ইয়ূথ মেন্টর গ্রুপ-এর ওপেনিং শ্রীমনি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেকটা শিশুর মধ্যে থাকে বিরাট সম্ভবনা, শিশুরা অবহেলার পাত্র নয় তাদের বেড়ে ওঠার পরিবেশ গড়ে তুলতে হবে আমাদেরকে। সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে-

শুক্রবার (০৯ডিসেম্বর-২০২২) বিকাল ৪টার সময় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কক্ষে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে, কোরআন থেকে তেলাওয়াত করেন- আব্দুল আলিম। পরবর্তিতে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পাঠ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ইয়ূথ মেন্টর গ্রুপ, মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু হয়।

ইয়ূথ মেন্টর গ্রুপ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর হাসানুজ্জামান মালেক, সভাপতি- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মেহেরপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নুরুল আহমেদ সহ-সভাপতি জেলা শিল্পকলা একাডেমি ও সভাপতি মেহেরপুর সাহিত্য পরিষদ। শাশ্বত চক্রবর্তী নিপ্পন, নাট্য প্রশিক্ষক- জেলা শিল্পকলা একাডেমি।

নাফিউল ইসলাম ও নওরীনের সঞ্চলনায়, স্বাগত বক্তব্য রাখেন- তানজীমুল ইসলাম, শিমুল হাসান সেভ দ্যা চিল্ড্রেন মেহেরপুর জেলা শাখার প্রতিনিধি। ইয়ূথ মেন্টর গ্রুপের মেহেরপুর জেলা শাখার যাত্রা শুরু ও উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলো- মেহেরপুর জেলা শাখার সদস্য, শিক্ষক, চিকিৎসক বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দগণ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন