Home » আসল রাস্তা; -আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ,

আসল রাস্তা; -আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ,

কর্তৃক Md. Sohel Rana
1183 ভিউস

শুক্রবারের সাহিত্য পাতা

আসল রাস্তা
– আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ। 
(স্বরবৃত্ত)

কেউরে কিছু বলিনা,
পাগল মনটারে কই,
অবুঝ কেনো বুঝেনা।

ভালো হতে পারিসনা?
জানিসনে ঠিক হওয়া,
তেমন কোনো ব্যাপার না।

এসব পাগলামি ছাড়ো,
সরল দেশে চলো,
সোজা রাস্তাটা ধরো।

আগুনে তুই ঝাপ দিসনা,
এ বড় ভয়ঙ্কর,
ফড়িং পুরে মরিসনা।

মরার আগে একবার মর,
কেউইতো আপন নাই,
সবাই তোর হবে যে পর।

সাড়ে তিনহাত মাটির ঘর,
পরে আর সুযোগ নাই,
থাকতে তুই কামাই কর।

ওপারেও তোর কেউ নাই,
কেউ আসবেনা কাজে,
যত বন্ধু,বান্ধব ভাই।

সুতরাং এসব ছাড়ো,
কিছু রক্ষা পাবে,
আসল রাস্তাটা ধরো।

– আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
কবি ও গীতিকার- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন