Home » আসছে ‘মহানগর’-এর শেষ পর্ব

আসছে ‘মহানগর’-এর শেষ পর্ব

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
523 ভিউস

গত বছর জুনে মুক্তি পায় আলোচিত ওয়েবসিরিজ ‘মহানগর’। আশফাক নিপুনের নির্মিত সিরিজটি নিয়ে বেশ আলোচনা হয় সে সময়। দর্শকের মনে প্রশ্ন ছিল: আদৌ কি আসতে পারে ‘মহানগর’-এর দ্বিতীয় পর্ব?

অবশেষে সব ধোঁয়াশার সমাপ্তি হলো। ‘কারাগার টু’-এর পর ঘোষণা এসেছে ‘মহানগর টু’র-ও। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও নির্মাতা আশফাক নিপুন বিষয়টি নিশ্চিত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুন একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা, ‘মহানগর অন্তিম পর্ব। বানাবেন আশফাক নিপুন’। এরপর থেকে দর্শকমনে প্রশ্ন কবে আসবে ‘মহানগর’?

জানা যায়, গল্প লেখা বা শুটিং কিছুই শুরু হয়নি এখনো তাই নির্মাতা নিজেও জানেন না কবে নাগাদ আসতে পারে ‘মহানগর’। হয়তো বেশ খানিকটা অপেক্ষা করতে হবে দর্শকের।

সিরিজের প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, খায়রুল বাসার, মোস্তাফিজুর নুর ইমরান, নিশাত প্রিয়মসহ অনেকে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন