Home » “আমি” -স্নেহা আফরোজ সুইটি

“আমি” -স্নেহা আফরোজ সুইটি

কর্তৃক Md. Sohel Rana
702 ভিউস

“মেহেরপুর চিত্র”র  সাপ্তাহিক শুক্রবারের  সাহিত্য পাতা-

“আমি”
-স্নেহা আফরোজ সুইটি, নীলফামারী।

আমি নিঃসঙ্গ নই
সবগুলো সত্তার কাছে,
আমি অস্তিত্বহীন হইনি
আমি রয়েছি!
কারণ আমার আমিকে
আমি ভালোবাসি।

আমি ব্যথিত নই
আমি বৃষ্টিতে হাঁটি,
যাতে কেউ আমার
অশ্রু দেখতে না পায়!
আমি অবলিলায় চাপ দিতে পারি
অট্টহাসির নিচে নিজেকে।

আমি নিশ্চুপ নই
ব্যস্তময় নগরীতে আমি,
মুখ লুকিয়ে কেঁদেছি
কিন্তু আমি অবিরাম!
আমি থামিনি কারণ-
আমি আমার আমিকে ভালোবাসি।

আমি স্বপ্নহীন নই
আমি সব সময় নিজেকে
বুঝতে চেষ্টা করেছি!
তুমি আমায় চিনতে
বড়ই ভুল করেছো,
আমি যে আমার স্বপ্নের
পিছনেই ছুটছি অবিরাম।
এক চুলও লক্ষ্যচুত্য হয়নি
আমার দৃষ্টি কারণ
আমি আমার আমিকে ভালোবাসি।

আমি কারও দাস নই
আমি মুক্ত স্বাধীন,
এতো সহজ নয়
আমার অস্তিত্বকে ছুঁয়ে দেওয়া!
আমি গহীন
পুড়িয়ে দিবো তোদের
পাষাণ হৃদয়।

আমি অবলা নই
আমি আমার কর্মে সজাগ,
আমার আমি শুধুই আমার
অন্য কারও নই!
আমার ভুবন নিজ বলয়ে
অবাক চেয়ে রই।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন