Home » আমিরের পথে হাঁটতে গিয়ে হাসপাতালে পাকিস্তানি নায়ক!

আমিরের পথে হাঁটতে গিয়ে হাসপাতালে পাকিস্তানি নায়ক!

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
554 ভিউস

অভিনয় জগতে অনেকেই বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানকে অনুসরণ করে। এর ব্যতিক্রম ঘটেনি পাকিস্তানের অভিনেতাদের ক্ষেত্রেও। তবে আমিরের পথে হাঁটতে গিয়ে একেবারে হাসপাতালেই ভর্তি হন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান।

ফাওয়াদ খানের নতুন ছবি ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’-এ অভিনয়ের জন্য নিজের চেহারা নিয়ে অনেক কঠিন পরীক্ষা-নিরীক্ষা করেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজন অনুযায়ী চেহারা তৈরি করতে গিয়ে শেষমেষ আর ঝক্কি সামলাতে পারেননি তিনি। ভর্তি হন হাসপাতালে।

পাকিস্তানি অভিনয়শিল্পী হলেও বলিউডের একাধিক ছবিতে কাজ করা ফাওয়াদ খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘নিজের জন্য যা করলাম, তা মোটেই ঠিক হয়নি। কখনোই এমনটা আর করব না।’

নতুন ছবির জন্য পেশিবহুল চেহারার প্রয়োজন ছিল। তাই ফাওয়াদের ওজন বাড়াতে হয় ২৫ কেজির মতো। ডায়াবেটিসের সমস্যা থাকায় এই অভিনেতার পক্ষে ওজন বাড়ানোটা বেশ কষ্টসাধ্য ছিল।

ফাওয়াদের ভাষায়, ‘আমি ক্রিশ্চিয়ান বেল নই। আমির খানও নই আমি। উনারা যেটা করেন, সেটা করতে চেষ্টা করেছিলাম। এতে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। কারণ আমার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল।’

বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরও এই অভিনেতার পুরোপুরি তিন মাস সময় লেগেছিল। চিকিৎসক ধীরে ধীরে হাঁটা আর দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন, যা এখনও মেনে চলছেন এই অভিনেতা। তাই আগামী দিনে এই পথে আর পা বাড়াতে চান না পাকিস্তানি অভিনয়শিল্পী ফাওয়াদ খান।

সূত্র: আনন্দবাজার

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন