Home » আমরা’৯৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমরা’৯৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কর্তৃক Md. Sohel Rana
504 ভিউস

আমরা’৯৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: আমরা’৯৭ এসএসসি ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার(১৫এপ্রিল-২৩) সন্ধ্যার সময় মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজারে আমরা’৯৭ এসএসসি ব্যাচ বন্ধুদের আহবানে ইফতারের পর নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, আমরা’৯৭ বন্ধু সংগঠণের সেলিম রেজা, লিওন, তপু, রাজা, জুলমান, শিমুল, খায়রুজ্জামান টুটুল, আমিরুল ইসলাম, আজিজুর রহমান, শাফায়েত হোসেন, সুরুজ আলী, নান্নু, রিপন প্রমুখ। ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আকতারুজ্জামান।

সকল বন্ধুদের অংশগ্রহণে ইফতার মাহফিলে প্রাণ ফিরে পেয়েছে বলে বন্ধুরা মতামত ব্যক্ত করেন। আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান হবে বলে ৯৭ বন্ধুরা আশা ব্যক্ত করেছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন