
মেহেরপুর চিত্র
১৩/০৫/২৪
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এ স,এস, সি,পাশের হার ৯১% । আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহমদ আলী সাংবাদিকদের বলেন এই বছরের ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ১৩৭ ছাত্র-ছাত্রী , পাস করেছে ১২৪ শিক্ষার্থী, বিদ্যালয়ের ৪ জন এ প্লাস সহ একজন গোল্ডেন প্লাস পেয়েছেন । বিদ্যালয়ের পাশের হার ৯১%। স্কুলের ম্যানেজিং কমিটির, শিক্ষকমন্ডলী ও গার্জেন পক্ষ সহ সবাই খুশি হয়েছে।৷ প্রধান শিক্ষক বলেন আগামীতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে আরো ভালো রেজাল্ট করবে বলে তিনি জানিয়েছেন।