![](https://meherpurchitra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আগামী ৪জুন মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ অনুষ্ঠিত
-এম. সোহেল রানা,মেহেরপুর: খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “মোমেনশাহী দর্পণ” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ অনুষ্ঠিত হবে ৪জুন-২০২৩। সৃজনশীল সাহিত্য বিকাশে…”মোমেনশাহী দর্পণ” (একটি অনিয়মিত মাসিক সাহিত্য পত্রিকা)।
![](https://meherpurchitra.com/wp-content/uploads/2023/06/received_146026578415951-300x225.jpeg)
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন- নাজমা সালেহীন, প্রধান শিক্ষক, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
রবিবার (৪জুন-২৩), বেলা-১১ঘটিকায় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান হিসাবে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হবে। ২০২২সালে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১জন ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত ২জন, মোট ১৩জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।
আয়োজনে: “মোমেনশাহী দর্পণ” একটি সাহিত্য পত্রিকা, খুলনা। মিডিয়া পার্টনার: “মেহেরপুর চিত্র” অনলাইন নিউজ পোর্টাল।